SSC Bangla 1st Paper Question Solution

SSC Bangla 1st Paper Question Solution 2019

SSC Bangla 1st Paper Question Solution 2019 collection from online. You can check this Bangla first paper MCQ Question Solution on ejobscircular.com . Check below for your Bangla Question solution.

২০১৯ সালের এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র এমসিকিউ পরীক্ষার উত্তরমালা নিচে তুলে দেওয়া হলোঃ

এস.এস.সি. পরীক্ষা-২০১৯
বাংলা (আবশ্যিক) প্রথম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা

১। ‘ঝর্ণার গান’ কবিতায় কে ভয় দেখায়?
উ: খ) ঝুম পাহাড়
২। ‘বহিপীর’ নাটকে “বইয়ের ভাষার মতো আর ভাষা নেই”-এটা কার উক্তি?
উ: গ) হাতেম আলীর
৩। উদ্দীপকের ভাবটি তোমার পঠিত কোন প্রবন্ধে পাওয়া যায়?
উ: গ) শিক্ষা ও মনুষ্যত্ব
৪। উদ্দীপকের ভাবটি নিচের কোন উক্তির জন্য প্রযোজ্য?
উ: খ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
৫। “তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা” কবিতায় কার কপাল ভাঙল?
উ: খ) সাকিনা বিবির
৬। “পীর সাহেবকে যা বলার আমিই বলব”-খোদেজার এরূপ উক্তিতে কোন ভাব প্রকাশ পেয়েছে?
উ: ক) সহানুভূতি
৭। উদ্দীপকের প্রথম চলণের ভাব “জীবন সঙ্গীত কবিতার কোন চরণটিতে প্রকাশ পায়?
উ: গ) আয়ু যেন শৈবালের নীর
৮। উদ্দীপকের মূলভাব যে দিক থেকে “জীবন সঙ্গীত” কবিতার মূলভাবের সাথে সঙ্গতিপূর্ণ-
i. জীবনের ক্ষণস্থায়ী
ii. সময়ের কাজ সময়ে করা
iii. জ্ঞানীদের পথ অনুসরণ করা
নিচের কোনটি সঠিক?
উ: গ) i ও ii
৯। ‘আমি কোন আগন্তুক নই’ কবিতায় কবি পুবের কোনটিকে সাক্ষী করেছেন?
উ: খ) পুকুর
১০। ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের?
উ: গ) অর্থপ্রাপ্তি
১১। “আব্দুর রহমান তাড়াতাড়ি এসে অভয় বাণী দিল।”-এ বাক্যে আব্দুর রহমান কিসের অভয় বাণী দিল?
উ: খ) খাবারের
১২। “তারি সাথে বিরহী মায়ের একেলা পরান দোলে।”-এ চরণে ‘দোলে’ শব্দ দ্বারা পল্লি জননী কবিতায় বোঝান হয়েছে-
i. শংকা
ii. দোলা
iii. ভয়
নিচের কোনটি সঠিক?
উ: ঘ) i ও iii
১৩। উদ্দীপকের আমাদের মধ্যে ‘সুভা’ গল্পের সুভার কোন বৈশিষ্ট্যটির মিল খুঁজে পাওয়া যায়?
উ: ঘ) প্রতিবন্ধকতা
১৪। উদ্দীপকের আচমার কোন দিকটি সুভার মায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ?
উ: ঘ) উৎকন্ঠা
১৫। ‘রানার’ কবিতায় রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় কাকে?
উ: গ) সূর্য ওঠাকে
১৬। “আমি শোধ নিতে জানি”-এ বাক্যের বুধার কোন ভাবটি প্রকাশ পেয়েছে?
উ: গ) প্রতিবাদ
১৭। “স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো” কবিতায় লোহার শ্রমিকরা কেন এসেছিল?
উ: ঘ) বঙ্গবন্ধুর বক্তব্য শুনতে
১৮। “সে আরেক আবর্জনা”-নিমগাছ গল্পে ‘আবর্জনা’ বলতে গল্পকার কী বোঝাতে চেয়েছেন?
উ: ঘ) জঞ্জাল
১৯। উপরিউক্ত চরণদ্বয়ের ভাবের সাথে কোন কবিতার মূরভাবের মিল লক্ষ করা যায়?
উ: ঘ) সাহসী জননী বাংলা
২০। দেশি ভাষায় যার মন জুড়ায় না তাকে কবি কী করতে বলেছেন?
উ: ঘ) দেশ ত্যাগ করতে
২১। ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের আলোকে ‘আইন-ই-আকবরী’ কত বছর আগে রচিত হয়?
উ: ঘ) সাড়ে তিনশ’ বছর
২২। ‘মমতাদি’ গল্পে মাস্টারের চড় খেয়ে কার গালে আঙ্গুলের দাগ হয়েছিল?
উ: ক) অবনির
২৩। “অভাগীর স্বর্গ ” গল্পে মা কাঙালীকে কার কাছ থেকে আলতা আনতে বলেছিল?
উ: ঘ) নাপতে বৌদি
২৪। “পল্লিসাহিত্য” প্রবন্ধে বর্ণিত চীন দেশে সংগঠিত গল্প কোনটি?
উ: ক) আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ
২৫। “উপেক্ষিত শক্তির উদ্বোধন” প্রবন্ধের ছোটলোক সম্প্রদায় আমাদের দেশের কত আনা?
উ: ঘ) দশআনা
২৬। “চালা হাতুড়ি শাবল চালা”- ‘মানুষ’ কবিতার এ চরণে কোন ভাব প্রকাশ পেয়েছে?
উ: খ) ধ্বংস
২৭। উদ্দীপকের ছগির মহাজনের শেষ সিদ্ধান্তটি বহিপীরের কো চারত্রিক বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ?
উ: ঘ) ধূর্ততা
২৮। উদ্দীপকের বদি মিয়ার মনোভাব যে দৃষ্টিকোণ থেকে হাতেম আলীর সাথে মিল রেয়েছে তা হলো-
i. মানবিকতা
ii. বিচক্ষণতা
iii. বদান্যতা
নিচের কোনটি সঠিক?
উ: গ) i ও ii
২৯। বুধা কাকে ভিতুর ডিম বলেছিল?
উ: খ) রানিকে
৩০। “যেথায় লোকে তুচ্ছ নিয়ে
তুষ্ট থাকে ভাই।”- ‘আশা’ কবিতায় ‘তুচ্ছ’ শব্দ দ্বারা কী বোঝান হয়েছে?
উ: ঘ) সামান্য

SSC 2019 Bangla 1st Paper Mcq Right answer All BOARD
jessore Board
Answer
সেট set = ka(ক)
1)=a, 2)= 3)=b, 4)=b,
5)=a, 6)= 7)= 8)=b,
9)=d, 10)=a, 11)=a,
12)=b, 13)=d, 14)=
15)=a, 16)= 17)=b,
18)= 19)=a, 20)=a,
21)=c, 22)=d, 23)=b,
24)=a, 25)=c, 26)=b,
27)=d, 28)=b, 29)=c,
30)=d.
answer right.. 10000%
.
.
চিটাগং chittagong board
K- ক SET
Answer
.
1)a 2)a
3)d 4)d
5)a 6)c
7)b 8)d
9)b 10)a
14)d 15)d
16)b 18)a
19)b 21)c
25)d 26)d
28)a 30)a
Right answer 10000%
.
.
..
Comilla Board
কুমিল্লা
SET সেট – KHA(খ)
.
1)a 2)c 3)c
4)d 5)a 6)c
7)a 8)d 9)d
10)b 11)a 12)c
13)d 14)c 15)b
16) 17)d 18)c
19)b 20)a 21)b
22) 23) 24)d
27)b 28)a 29)c
30)a
SSC 2019 Bangla 1st Paper Mcq Right answer

গত বছরের উত্তরমালা নিচে দেওয়া হলোঃ

এস.এস.সি. পরীক্ষা-২০১৮
বাংলা (আবশ্যিক) প্রথম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা

১. প্রাচীন ভারতবর্ষে রচিত মহাকাব্য কোনটি?
উত্তর: ক. রামায়ন
২. উদ্দীপকের নামের ধারাবাহিক পরিবর্তনটির সঙ্গে সম্পর্কযুক্ত-
উত্তর: ঘ. প্রাচীন ভারতীয় আর্যভাষা > মধ্যভারতীয় আর্যভাষা > বাংলা ভাষা, অবিধবা >অবিহবা > এয়ো, মৎস্য > মচ্ছ > মাছ
৩. উল্লিখিত পরিবর্তনটি বাংলা শব্দকে করেছে-
উত্তর: গ) উজ্জ্বল
৪. কার কাঁধে মাথা রেখে তিনু ঘুমিয়ে যেত?
উত্তর: ঘ) বুধা
৫. সামাজিক প্রথা অনুসারেই স্বামীর নাম কোনো নারী মুখে নেয় না।-এটি কার কথা?
উত্তর: খ) অন্নপূর্ণার
৬. অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়- এরসঙ্গে সাদৃশ্যপূর্ণ কথা হচ্ছে-
উত্তর: গ) বিত্ত হতে চিত্ত বড়
৭. সেবার অলিপুরে যখন ওলা বিবি এসে ঘরকে ঘর উজাড় করে দিচ্ছিল তখন করিম হাজীই রক্ষা করেছিলেন গাঁটাকে- এখানে করিম হাজীকে তোমার পঠিত নাটকের কার প্রতিচ্ছবি বলা যায়?
উত্তর:গ) বহিপীরের
৮. সবাই যদি তোমার মত ভালোবাসত বাক্যটিতে প্রকাশ পেয়েছে মমতাদির-
উত্তর:গ) আক্ষেপ
৯. বাঙালি লাল রাজপথে কিসের ঠিকানা পেয়েছে?
উত্তর:গ) রাষ্ট্র ভাষার
১০. আমার শরীরে লেগে আছে, এই স্নিগ্ধ মাটির সুবাস।- এ পঙক্তিতে প্রকাশ পেয়েছে কবির-
উত্তর:খ) দেশপ্রেমের গভীরতা, জন্মূভূমির সঙ্গে একাত্মতা
১১. সিঁথির সিঁদুর মুছে গেল কার?
উত্তর:গ) হরিদাসীর
১২. দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে বর্ষণমুখর দিনে কী শিহরায়?
উত্তর:ক) অরণ্যের কেয়া
১৩. এমন ঝড় কখনো দেখিনি।- উক্তিটি কার?
উত্তর: ঘ) হাশেমের
১৪. কী দেখে পূজারী ভজনালয় খুলল?
উত্তর: ঘ) স্বপন
১৫. উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন প্রবন্ধের সাদৃশ্য রয়েছে?
উত্তর: ঘ) উপেক্ষিত শক্তির উদ্বোধন
১৬. উদ্দীপক ও প্রবন্ধের ভাবগত ঐক্য-
উত্তর: গ) অসাম্প্রদায়িকতা, সাম্যবাদিতা
১৭. জামীর স্কুল খুলেছে কোন তারিখে?
উত্তর: ঘ) ০৯ মে, ১৯৭১
১৮. বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তাঁর- পুত্র তাঁহার হুমায়ুন বুঝি বাঁচেনা এবার আর।
উদ্ধৃতাংশের বাদশা বাবরের সঙ্গে মিল পাওয়া যায়-
উত্তর: ঘ) পলিস্নমায়ের
১৯. পালামৌ প্রবল শহর নহে, মাত্র একটি-
উত্তর: ক) প্রকান্ড পরগনা
২০. বুধাকে দেখে কুন্তির দৃষ্টি চকচক করে ওঠে কেন?
উত্তর: খ) খুশিতে
২১. প্রাণ কবিতায় কবি অমর হতে চেয়েছেন-
উত্তর: খ) মনজয়ী রচনা তৈরি করে
২২. জ্যৈষ্ঠ মাস কোন ঋতুর অন্তর্ভুক্ত?
উত্তর: গ) গ্রীষ্ম
২৩. মৃতের আগুন কোথায় চাপা পড়ে?
উত্তর: ক) বুকে
২৪. বাংলা সাহিত্যে ইংরেজি উপন্যাসের আদলে উপন্যাস রচনার সূত্রপাত ঘটে কখন?
উত্তর: ক) দেড়শ বছর আগে
২৫. পথ ওকে ডাকে- আয়। ও হেসে বলে, এইতো এসেছি। এখানে ওকে বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: খ) বুধা
২৬. আম-আঁটির ভেঁপু গল্পে টোল-খাওয়া ভেঁপু বাঁশিটার দাম কত?
উত্তর: ক) চার পয়সা
২৭. উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন রচনাটিকে ইঙ্গিত করছে?
উত্তর: খ) অভাগীর স্বর্গ
২৮. উক্ত রচনায় প্রকাশ পেয়েছে-
উত্তর: গ) সামনত্মবাদের নির্মম রূপ, নিম্নবিত্ত মানুষের জীবন
২৯. জীবন-সঙ্গীত কবিতায় কবি মানবগণকে বারণ করেছেন-
উত্তর: ঘ) ভয়ে ভীত হতে, সুখের আশা করতে, বৃথা জীবন ক্ষয় করতে
৩০. কপোতাক্ষ নদ কবিতায় প্রজা বলতে কাকে বুঝানো হয়েছে?
উত্তর: ক) নদকে

সৌজন্যেঃ পড়লেখা বিডি