কাস্টমসের ৮৬ কর্মকর্তাকে একযোগে বদলি

আজ বুধবার এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। এর মধ্যে ৩২ জন উপকমিশনার ও ৫৪ জন সহকারী কমিশনার রয়েছেন। জাতীয় বাজেট ঘোষণার পর এনবিআরসহ বিভিন্ন কাস্টমস হাউজ ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে রদ বদল করা হলো।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব সুহানা ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার বলা হয়েছে, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রজ্ঞাপনে। তবে রাজস্ব প্রশাসনে অধিকতর গতিশীলতা আনয়ন এবং করদাতাবান্ধব পরিবেশ সৃজনের জন্য ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো’ এর আত্ততায় এই বদলি বলে মনে করেন এনবিআর।

এদিকে এই আদেশে বেনাপোল কাস্টম হাউজ থেকে ৩ জন সহকারী কমিশনারকে বদলি করা হয়েছে। বেনাপোলে কর্মরত সহকারী কমিশনার দিপা রানী হালদারকে বদলি করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব ও শুল্ক আবগারি ও ভ্যাট আপীলাত ট্রাইবুন্যালে, শেখ মো. মাসুদুর রহমানকে বদলি করা হয়েছে সহকারী কমিশনার হিসেবে ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, আব্দুল মতিন সরকারকে বদলি করা হয়েছে সহকারী কমিশনার হিসেবে খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে।

custom house news bd

অন্যদিকে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে উপকমিশনার এস এম শামীমুর রহমান ও ঢাকা দক্ষিণ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে সহকারী কমিশনার আঞ্জুমান আরা আক্তারকে বেনাপোল কাস্টম হাউজে বদলি করা হয়েছে। বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

BD Education Info

I am Amir Hossain owner of BD Education info website. We have little team that works for delivery updated news in every single hour. From that we try our best to share latest news with audiences.

Related Articles

Back to top button